ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানুষের মাথার খুলি ও হাড়সহ ‘কবিরাজ’ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
মানুষের মাথার খুলি ও হাড়সহ ‘কবিরাজ’ আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মানুষের মাথার খুলি ও হাড়সহ আবদুস সাত্তার (৫০) নামে কথিত এক কবিরাজকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন।

শনিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিনগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রাম থেকে ওই কবিরাজকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানের খামার গ্রামের আয়নাল হক সর্দারের বাড়ির সামনে কে বা কারা প্রায়ই মরা মানুষের কাফনের কাপড় রাখাসহ দরজায় সিঁদুরমাখা জবা ফুল, সিঁদুরের ফোঁটা দিয়ে আসছেন।

আয়নাল হক সর্দারের ধারণা, এসব কারণে তার স্ত্রী জুলেখা বেগম কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে চিকিৎসা করেও কোনো ফল পাচ্ছেন না। কে বা কারা শত্রুতা করে কবিরাজ দিয়ে তন্ত্রমন্ত্রের মাধ্যমে তার পরিবারের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার আয়নাল হক সর্দারের প্রতিবেশী লিটন মিয়ার বাড়িতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের কথিত কবিরাজ আবদুস সাত্তার এসে বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে কবিরাজি শুরু করেন। এ সময় আয়নাল হক সর্দার তার স্ত্রীর চিকিৎসার জন্য কবিরাজকে ডাকলে তিনি আসতে অপরাগতা প্রকাশ করলে সন্দেহ দেখা দেয়।

কবিরাজ আব্দুস সাত্তার লিটন মিয়ার বাড়িতে কবিরাজি শেষে বাড়ি ফেরার পথে আয়নাল হক সর্দার ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। এ সময় কবিরাজের সঙ্গে থাকা ব্যাগ থেকে মানুষের মাথার খুলি ও হাড়সহ তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার জব্দ হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কবিরাজকে থানা হেফাজতে নেওয়ার পর পুলিশ বাদী হয়ে ১৫১ ধারায় মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।