ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

এতিমদের জন্য লিপি ওসমানের রান্না করা খাবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এতিমদের জন্য লিপি ওসমানের রান্না করা খাবার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি এতিমখানার ৬০ জন শিশুর জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন।

শনিবার (২৩ জুলাই) দুপরে ফতুল্লার মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবারের এতিম ছাত্রদের মধ্যে রান্না করা খিচুরি ও গরুর গোশত দিয়ে দুপুরের খাবার পরিবেশ করা হয়।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মুসলিমনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে জহির ইসলাম।

তিনি জানান, এতিমদের জন লিপি ওসমানের পাঠানো খাবার এতিমদের মুখে তুলে দেওয়া হয়। মুসলিমনগরের এতিমখানার বর্তমান অবকাঠামোর পুরোটাই এমপি শামীম ওসমানের অবদান। তাই বরাবরই এই শিশুদের দিকে তার সহধর্মিণী লিপি ওসমানের সদয় দৃষ্টি থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।