ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে বাসচাপায় সাবেক চেয়ারম্যান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
কালিয়াকৈরে বাসচাপায় সাবেক চেয়ারম্যান নিহত আব্দুস সামাদ মাস্টার

সিরাজগঞ্জ: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাসচাপায় আব্দুস সামাদ মাস্টার (৭৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বলদীপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্দুস সামাদ ওই ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পদেও দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুস সামাদ মাস্টার ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ কয়েকজন মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিলেন। মাগরিবের নামাজের সময় কালিয়াকৈর তেলপাম্পের কাছে গাড়ি থামানো হয়। সে সময় সামাদ মাস্টার নামাজের জন্য মহাসড়কের বিপরীত দিকে মসজিদে যাবার পথে একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।