ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিরপুরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
মিরপুরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা : রাজধানীর মিরপুরে রাশেদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (২৩ জুলাই) রাতে মিরপুর ওয়াসা রোড এলাকায় রাশেদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাশেদ মারা যান।

রোববার (২৪ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, সিনিয়র-জুনিয়র সম্পর্ক কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতের বাবা জানিয়েছেন রাশেদ এবার এইচএসসি পাশ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রাশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, ২৪ জুলাই, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।