ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলক্ষেতে কথা কাটাকাটির জেরে ভাঙচুর ৬টি বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

ঢাকা: রাজধানীর নিউমার্কেট মোড়ে বৃহস্পতিবার সকালে এক বাসচালকের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে ৬টি বাস ভাঙচুর করেছে কয়েক উচ্ছৃঙ্খল যুবক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় কয়েক জন যুবকের সঙ্গে এক বাসচালকের কথাকাটি হয়।

এরই জের ধরে তারা নিউমার্কেট মোড় সংলগ্ন গার্হস্থ্য হোম ইকোনমিক্স কলেজের সামনে বিকল্প পরিবহনের ৬টি বাস ভাঙচুর করে। ভাঙচুর শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যায়।

মহানগর পুলিশের রমনা জোনের এডিসি নূরুল ইসলাম বাস ভাঙচুরের ঘটনাটি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ‘প্রত্যক্ষদর্শীরা ভাঙচুরকারীদের ঢাকা কলেজের ছাত্র বলে দাবি করেছে। ধারণা করা হচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে ভাঙচুরের প্রকৃত কারণ জানা যায়নি। ’

ভাঙচুরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে প্রক্টর কে এম সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘সাধারণত ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ ধরনের ভাঙচুর করে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে পড়ে। ’

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।