ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সঙ্গীতজ্ঞ আলম খানকে স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
সঙ্গীতজ্ঞ আলম খানকে স্মরণ

ঢাকা: কথা ও সুরে প্রয়াত সঙ্গীতজ্ঞ আলম খানকে স্মরণ করেছে শিল্পকলা একাডেমি।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণানুষ্ঠান।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য প্রয়াত সুরকার আলম খানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, সুরকার শেখ সাদী খান, সংগীত পরিচালক জাহাঙ্গীর হায়াত খান রুমু, প্রয়াত আলম খানের পুত্র আরমান খান ও আদনান খান।

আলোচনায় বক্তারা বলেন, বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব বাংলা সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র সঙ্গীতে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন মো. খুরশিদ আলম, পান্থ কানাই, স্মরণ, রন্টি দাস, সম্রাট প্রমুখ।

এসময় তারা ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’; ‘আমি রজনীগন্ধা ফুলের মত’, ‘ওরে নীল দরিয়া’; ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘মনে বড় আশা ছিল’; ‘কাল তো ছিলাম ভালো’,‘হায়রে মানুষ রঙিন ফানুস’; ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ আলম খান সুরারোপিত জনপ্রিয় গানে বরেণ্য এই সঙ্গীতজ্ঞের স্মৃতিকে তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।