ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামির নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খান (৬৭) মারা গেছেন।  

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


 
সেলিম খান উপজেলার পাড়েরহাটের বাদুরা গ্রামের মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ খানের ছেলে।  

সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খানের ভাগিনা ইয়েন তার মামার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার মামা সেলিম খান দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি গত এক সপ্তাহ ধরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে 
চিকিৎসাধীন ছিলেন। গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মারা যান।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।