ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

না.গঞ্জ সেন্ট্রাল ঘাটে ভাড়া নিয়ে সংঘর্ষ, মাথা ফাটল নারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
না.গঞ্জ সেন্ট্রাল ঘাটে ভাড়া নিয়ে সংঘর্ষ, মাথা ফাটল নারীর প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাটে ভাড়া নিয়ে ঘাট কর্তৃপক্ষ ও পারপারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৮টার পর তিন যুবক বন্দর থেকে শহরে নদী পারাপারের পর ৪ টাকা দেয় ঘাটে টোল উত্তোলনকারীদের। এ সময় তিন জনকে জিজ্ঞাসা করা হয় আপনারা কতজন? প্রতিউত্তরে একজন বলেন, আমরা ২ জন। তখন ঘাটে টোল উত্তোলনকারী বলেন আপনার তিনজন হয়ে ২ জনের ভাড়া দিলেন, মিথ্যা বলছেন কেনো?

এ সময় তারা তর্কে জড়িয়ে পড়লে ঘাটে মানুষ জড়ো হয়। পরে ওই তিন যুবক পাশের ফুটপাত থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে অন্যরাও এতে যোগ দেয়। এ সময় ঘাটের লোকজন তিন যুবকের মধ্যে মকবুল নামে এক জনকে আটক করে। এতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। একপর্যায়ে ঘাটের টোলের চেয়ার, ফ্যান আসবাবপত্র নদী ফেলে দেয় জনতা। ক্ষুব্ধ জনতা এ সময় ২ টাকার বদলে ১ টাকা টোল নেওয়ার জন্য বিক্ষোভ শুরু করে।

পরে পাশের নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ ঘাটে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের কাছে মকবুলকে হস্তান্তর করে ঘাট কর্তৃপক্ষ। ঘাটের লোকজনের লাঠিকাঘাতে এক নারীর মাথা ফেটে যায়। এ ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘাটের কার্যক্রম স্বাভাবিক আছে।

উপস্থিত দোকানদার কয়েকজন জানান, সংর্ঘষটি যে ভয়াবহ রূপ নিয়েছিল, পুলিশ না আসলে আজ পুরো ঘাট নদীতে থাকতো। তারপরও নিয়ন্ত্রণ আসার পর প্রায় ১ ঘণ্টা ঘাট বন্ধ ছিল। এ সময় পারপারকারী চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েন।

ঘাটের দায়িত্বরতদের বিরূপ আচরণে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে দাবি মানুষের।

একটি সূত্রে জানা গেছে, ঘাটটি আগে পরিচালনা করতেন এমপি সেলিম ওসমান। গত এক বছর যাবৎ ঘাটটি পরিচালনায় রয়েছেন চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে নৌকা দিয়ে মালামাল পারাপারে টোল আদায় করা হয়। ঘাটের ট্রলারেও জনপ্রতি ২ টাকা টোল কঠোরভাবে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।