ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্তির সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্তির সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক:যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্তির সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সুবিধার বিধান রেখে নতুন আইন প্রণয়নের জন্যও  সেদেশের প্রতি আহ্বান জানিয়েছেন  বাংলাদেশের প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় বুধবার মার্কিন চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এসবের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জনান শেখ হাসিনা।  

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৩২০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। যা দেশের মোট রপ্তানির ২৭ ভাগ। কিছু জিএসপি সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ আরো সহায়তা প্রত্যাশা করে।

বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিধান রেখে নতুন আইন করার জন্যও মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনিসেফের আয়োজনে প্রধানমন্ত্রী

এদিকে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, শিশুদের ডায়রিয়া প্রতিরোধসহ ৬টি মারাত্মক রোগের টিকা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে। এজন্য ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে স্বল্পোন্নত দেশগুলোতে শিশুরা নিদারুণ ক্ষতির শিকার। এজন্য প্রতিটি শিশুর জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে ইউনিসেফকে সমতাভিত্তিক কার্যক্রম নিতে হবে। ’

বাংলাদেশ স্থানীয় সময় : ১৩২২ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad