ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাণ্ডব নদীতে ট্রলার ডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
পাণ্ডব নদীতে ট্রলার ডুবি

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদীতে পণ্যবাহি একটি ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে জানায় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

 

তিনি জানান, বরিশাল থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি পটুয়াখালীর কালাইয়ার দিকে যাচ্ছিলো। ট্রলারটি পাণ্ডব নদীর বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

এসময় ট্রলারটিতে থাকা দুজন আরোহী সাতরে তীরে উঠেছেন। এর মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ঘটনাস্থল পরিদর্শনকারী বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পাণ্ডব নদীর আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে গেছে।  

ট্রলারের থাকা দুই জনের মধ্যে রিপন নামে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই  জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।