ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তামিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তামিমের

যশোর: যশোরের অভয়নগরে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম মাহমুদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তামিম অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর হোসেনের ছেলে ও পায়রাহাট ইউনাইট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের ভাই মাহাদী হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে তামিম নিজ কলেজ থেকে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। বাগদাহ-চলিশিয়া সড়কের সানা পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তামিম গুরুত্বর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে এলাকাবাসী আহত তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বাংলানিউজকে বলেন, এ ব্যাপারের যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।