ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিকল হওয়া ইঞ্জিন মেরামত, রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেল ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
বিকল হওয়া ইঞ্জিন মেরামত, রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেল ট্রেন ফাইল ফটো

টাঙ্গাইল: ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘণ্টা আটকে থাকার পর টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে সিলকসিটি ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ৬টায় ইঞ্জিন বিকল হলে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে আটকে যায় ট্রেনটি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিলকসিটি ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেখানেই সন্ধ্যা ৬টা থেকে ট্রেনটি আটকে থাকে। ট্রেনটি সচল করতে ঈশ্বরদী থেকে নতুন ইঞ্জিন আনা হচ্ছিল। তবে সেটি আনার আগেই বিকল হওয়া ইঞ্জিনটি মেরামত করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটি রাজাশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

** বঙ্গবন্ধু সেতু পূর্ব পারে ইঞ্জিন বিকল হয়ে আটকে গেল ট্রেন

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।