ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন

ঢাকা: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দিনকে রোববার (৩১ জুলাই) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য আদেশে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।  

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহ. শের আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান খান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।