ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অবৈধভাবে বালু তোলায় ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ জুলাই) দিনব্যাপী অভিযানে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু।  

জানা গেছে, উপজেলার ডাংগী ইউনিয়নের চৌসারা গ্রামে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছিল একটি মহল। গোপন এ খবরে ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার মেশিনটি জব্দ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এস এম ইমাম রাজি টুলু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।