ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফুলমালা খাতুন (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলমালা খাতুন একই গ্রামের স্কুলপাড়ার আশুববারি মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান,  সোমবার সকালে নিজেদের ইজিবাইকের ব্যাটারির চার্জ দিতে যান ফুলমালা খাতুন। এসময় অসাবধানতাবসত চার্জারের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।   পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফুলমালা ।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।