ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আসিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের ধুবাইল মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত আসিফ ওই এলাকার মধু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকাশে মেঘ দেখে বৃষ্টি হবে ভেবে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় আসিফ। পরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।