ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল সরানো হচ্ছে।

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।  

বুধবার (০৩ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসী বাজার সংলগ্ন নদীতে নোঙর করা অবস্থায় এমভি বলেশ্বর নামের ট্রলারটি ডুবে যায়।

 

ডুবে যাওয়া ট্রলারে  দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল ছিল। এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। স্থানীয় লোকজন ও  ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।
  
ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, ভোর রাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে আসা আমাদের ট্রলারটি সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায়। পরে একদিকে কাত হয়ে ট্রলারটি ডুবে যায়।  

সন্নাসী পুলিশ ফাঁড়িরেউপ পরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, হঠাৎ ডুবে যাওয়ায় বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামাল উদ্ধারের কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।