ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
নলডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামে বজ্রপাতে মো. রাশেদ হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

রাশেদ ওই গ্রামের পচন মণ্ডলের ছেলে।

স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সাকিবুল হাসান বাংলানিউজকে এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল থেকে রাশেদ বাড়ির পাশে তার পটলের ক্ষেতে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।