ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
দিনাজপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ আগস্ট) সকালে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্ণপুর এলাকায় জমিতে হাল চাষের সময় ঘটে এ দৃর্ঘটনা।

নিহত রবিন সরেন ওই এলাকার বাবুরাম সরেনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে হাল চাষের জন্য পাওয়ার ট্রিলার নিয়ে বের হন রবিন। পরে বৃষ্টি শুরু হলেও তিনি হাল চাষ চালিয়ে যান। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।