ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

একবুক বেদনা নিয়ে বরগুনা ছাড়লেন তামিলনাড়ু যুবক প্রেমকান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
একবুক বেদনা নিয়ে বরগুনা ছাড়লেন তামিলনাড়ু যুবক প্রেমকান্ত

বরগুনা: প্রেমিকার দেখা না পেয়ে একবুক বেদনা নিয়ে বরগুনা ছাড়লেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত।

শনিবার (৬ আগস্ট) বিকেলে পুলিশের সহযোগিতায় বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

জানা যায়, ২০১৯ সালে ভারতীয় যুবকের সঙ্গে বরগুনার তালতলীর এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। একপর্যায়ে তাদের মাঝে গড়ে ওঠে সুন্দর একটি প্রেমের সম্পর্ক। করোনার বাধা কাটিয়ে একনজর দেখার জন্য ভারতের তামিলনাড়ু থেকে ২৪ জুলাই প্রথমে বাংলাদেশের বরিশালের একটি রেস্টুরেন্টে দুইজনের দেখা হয়। এরপর তরুণীর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘোরাঘুরি এবং তাকে খুঁজতে থাকেন। দেখা হওয়ার একদিন পর ২৫ জুলাই  প্রেমিকার নতুন প্রেমিক তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদার নগরীর কাশীপুর এলাকায় মারও খায় প্রেমকান্ত।

পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয় তাকে। সেখান থেকে এয়ারপোর্ট থানা পুলিশ নিরাপত্তায় নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে প্রেমকান্তকে ঢাকায় পাঠিয়ে দেন। কিন্তু প্রেমকান্ত ঢাকায় না গিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিনগত রাতে তিনি বরিশাল থেকে সড়ক পথে বরগুনা আসেন। শুক্রবার বিকেলে তিনি তালতলী উপজেলায় প্রেমিকাকে খুঁজতে আসেন। কিন্তু তার দেখা পাননি। পরে ওই দিন বিকেলে আবার বরগুনা ফেরেন প্রেমকান্ত। প্রেমিকাকে খুঁজতে তার গ্রামের বাড়ি গিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করায় ওই দিন ৫ আগস্ট শুক্রবার রাতে তরুণীর বাবা কৃষ্ণ মেনান মণ্ডল তামিলনাড়ুর যুবক প্রেমকান্তর নামে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগের কথা জানতে পেরে শুক্রবার বরগুনায় রাতে থেকে শনিবার (৬ আগস্ট) বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে বরিশালের একটি যাত্রীবাহী বাসে পাঠিয়ে দিয়েছেন বরগুনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

দায়িত্বে থাকা গোয়েন্দা শাখার এক সদস্য বাংলানিউজকে বলেন, ভারতীয় যুবককে বরগুনা টু বরিশাল রুটের একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজারের জিম্মায় বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, বরিশাল বাস টার্মিনাল থেকে এ যুবককে পুলিশ সদস্যরা রিসিভ করে তাদের হেফাজতে একদিন থাকার পরে আগামীকাল ৭ আগস্ট রবিবার বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতে পাঠানো কথা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগ পর্যন্ত প্রেমকান্ত পুলিশের নজরদারিতে থাকবেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ভারতীয় ওই যুবককে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় বরিশালের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

প্রেমিকাকে দেখতে তামিলনাড়ুর ছেলে বরিশালে

‘প্রেমের মড়া’ প্রেমকান্ত তামিলনাড়ু ফেরার আগে সাক্ষাৎ চান প্রেমিকার!

বরিশালে এসে পিটুনি খেলেন তামিলনাড়ুর প্রেমকান্ত 

প্রেমের টানে বরগুনায় তামিলনাড়ুর যুবক

‘প্রেমের টানে’ আসা ভারতীয় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ!

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।