ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিলাওয়াল ভুট্টো

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিলাওয়াল ভুট্টো

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নমপেনে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম বৈঠকের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে দেখা করেন।

শনিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা উভয়েই এআরএফের বৈঠকে যোগ দেন।

জারদারি বিশেষ করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশের অর্জনের কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় ড. মোমেন তাকে জানান যে, করাচিতে তার মায়ের বিয়েতে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।