ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ: আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ: আটক ৩

সাভার, (ঢাকা): জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়কে জড়ো হওয়ার চেষ্টা করায় পরিবহন তিন শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সড়কের জামগড়ার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- বিপ্লব (২৯), রাসেল (২৮) ও আলী রেজা (২৬)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার।

স্থানীয়রা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জামগড়ারর শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনচালক ও হেলপাররা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বাংলানিউজকে বলেন, তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতরা রাস্তায় দাঁড়িয়ে জড়ো হয়েছিলেন। এ বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।