ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
তুরাগে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে আটজন দগ্ধের ঘটনায় মিজানুর রহমান (৩৫) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এর আগে তিন জনের মৃত্যু হয়।

রোববার (৭ আগস্ট) দিনগত রাত পৌনে একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজন হল। তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি চারজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।  তাদের অবস্থা ভালো না। আগের মৃতরা হলেন- আলম, গাজী মাজহারুল ইসলাম ও নূর হোসেন।

চিকিৎসকের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

প্রসঙ্গত, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আটজন। দগ্ধরা হলেন- রিকশাচালক মিজানুর রহমান (৩৫) আলমগীর ওরফে আলম (২৩) শাহীন (২৫) নূর হোসেন (৫৫) ও গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম (২৫), আল আমিন (৩৫), মাসুম মিয়া (৩৮)। এদের মধ্যে চার জনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।