ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে হেরাইনসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বরিশালে হেরাইনসহ আটক ২

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে হেরাইনসহ দুই জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (১০ আগস্ট) সকালে নগরের নথুল্লাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- পটুয়াখালী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুই জনকে আটক করে। পরে তাদের তল্লাশী করে একশত গ্রাম হিরোইন ও একটি মোবাইল সেটসহ উদ্ধার করেছে।

এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় দুই জনকে আসামি করে মামলা করা হয়েছে বলে সহকারী পরিচালক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।