ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) মিরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানের রেল-লাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে- ওই পুলিশ কনস্টেবল মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি ট্রেন চলে আসে এবং তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।