ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দাউদকান্দিতে অবৈধভাবে মাটি উত্তোলন, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
দাউদকান্দিতে অবৈধভাবে মাটি উত্তোলন, লাখ টাকা জরিমানা

কুমিল্লা: অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে কুমিল্লায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পানির পাম্প, ড্রেজার মেশিন ও এ সংশ্লিষ্ট দ্রব্যাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  
নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

ইউএনও মো. মহিনুল হাসান জানান, ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের করায় একটি মৎস্য প্রজেক্টে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ওরফে ফয়েজকে এক লাখ জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকবে না বলে মুচলেকাও দেন ফয়েজ।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।