ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওয়াপাড়া নৌবন্দরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
নওয়াপাড়া নৌবন্দরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

যশোর: যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদীর নওয়াপাড়া নৌবন্দর এলাকার অনুমোদনহীন ২৯টি অবৈধ জেটি উচ্ছেদ করা হয়েছে।  

বুধ ও বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

 

অভিযান পরিচালনাকারী বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আশরাফ হোসেন বলেন, বন্দর এলাকার প্রায় ১০ কিলোমিটারের মধ্যে অনুমোদনহীন ৬০টি অবৈধ জেটি নির্মাণ করা হয়েছে। এক শ্রেণির ব্যবসায়ী ও ঘাট মালিক নদীর ভেতর মাটি ভরাট করে এসব জেটি নির্মাণ করেছেন। যে কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ঘটছে ছোটবড় দুর্ঘটনা।

নওয়াপাড়া নদী বন্দর অফিস সূত্র জানায়, অভিযান চলাকালে নওয়াপাড়া নদীবন্দর এলাকার রাজঘাট মাইলপোস্ট এলাকা থেকে ভাঙ্গাগেট পর্যন্ত ছোট-বড়

২৯টি অনুমোদনহীন অবৈধ জেটি উচ্ছেদ করা হয়েছে। বুধবার বন্দর এলাকার ব্রাইট ঘাটের একটি, একই এলাকার চাকলাদার স্টোন হাউসের একটি, তালতলা এলাকায় তালতলা স্টোনের একটি, একই এলাকার সরকার ট্রেডার্স, আকরাম হাজী ও দীপু স্টোনের একটি করে মোট চারটি, নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় অধিকারী ট্রেডার্সের একটি, শংকরপাশা গ্রামে রফিক ও তার ভাইয়ের একটি করে মোট ৯টি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বন্দর এলাকার ফেরিঘাট সংলগ্ন পোটন ট্রেডার্সের একটি, শংকরপাশা গ্রামে শহিদুল ইসলামের একটি, একই গ্রামে ইউনাইটেড ঘাটে একটি, ফজলু শেখের দুটি, আইয়ান-আরিশ ঘাটে একটি, বসুধা ঘাটে একটি, আফিল ট্রেডার্সের ছয়টি, নিয়তি ট্রেডার্সের একটি, ভাঙ্গাগেট ভৈরব সেতুর পাশে পরশ আটা ময়দা ঘাটে তিনটি, একই এলাকার সরকার ট্রেডার্সের একটি, জয়েন্ট ট্রেডার্সের একটি ও মালোপাড়ার একটি, মোট ২০টি জেটি উচ্ছেদ করা হয়েছে।    

নওয়াপাড়া নদী বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদীর ভেতর মাটি ভরাট করা অনুমোদনহীন অবৈধ ৬০টি জেটি চিহ্নিত করা হয়েছে। ওইসব ঘাট মালিককে বার বার লিখিত নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ মাইকিং করার পরও তারা তাদের অবৈধ জেটি উচ্ছেদ করেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বুধবার ৯টি এবং বৃহস্পতিবার ২০টি মোট ২৯টি জেটি বিআইডব্লিউটিএ’র লংবুমের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পর বাকি ৩১টি অবৈধ জেটি উচ্ছেদ করা হবে। ভৈরব নদী ও নওয়াপাড়া নদী বন্দর রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১১২২, আগস্ট  ১২, ২০২২ 
ইউজি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।