ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে মো. নজরুল ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কৃষক।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
মো. নজরুল ইসলাম ওই গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক মানিকের ছেলে।

আহত কৃষকরা হলেন- একই গ্রামের মো. হারুন (৩৫) ও মাসুদ (২৮)। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, সকালে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে ওই তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে নজরুলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।