ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু  ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ৩ নম্বর উত্তর খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্দিকুর রহমান ওই গ্রামের নার্সারি ব্যবসায়ী নজির মিয়ার বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের ধানের জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হলে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খোশবাস সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পরামর্শ দেন। বরুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরুড়ার ৩ নম্বর উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা বলেন, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের কিছুটা অংশ ঝলসে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।