ঢাকা: রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকার আড়ং শো-রুমের সামনে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেট কার কেটে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা একই পরিবারের বলে জানা গেছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।
নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় তা একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে ৬-৭ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমজে