ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রাইভেটকারে এসে ট্রাকে ডাকাতি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
প্রাইভেটকারে এসে ট্রাকে ডাকাতি!

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারে চড়ে এসে ট্রাকে ডাকাতির সময় তিনজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কেডিএস ডিপোর পাশে দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- ফারুক, হান্নান ও আরিফুল ইসলাম।

মঙ্গলবার (১৬ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, সোমবার দিনগত রাতে মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কেডিএস ডিপো সংলগ্ন দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে ডাকাত দল একটি ট্রাক আটকে ডাকাতি করছিল। এ সময় ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোসলেমসহ বারোআউলিয়া হাইওয়ে থানার দুইটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতার করে। এ সময় ডাকাতদের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় উদ্ধার করে ট্রাকের চালক ও হেলপারকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।