ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফিজুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফিজুল

মেহেরপুর: কুয়াকাটা ঘুরতে যাওয়ার সময় বাসের চাপায় হাফিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা-পদ্মাসেতু হাইওয়ে রাস্তার উজিরপুর জয়শ্রী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সেখানে রাস্তা পার হওয়ার সময় গ্রীণল্যান্ড সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয়।

নিহত হাফিজুল ইসলাম গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের ইউসুব আলী ফকিরের ছেলে। তার দুই সন্তান রয়েছে।

নিহতের সঙ্গে থাকা বজলুর রহমান বলেন, গ্রামের প্রায় ৪০ জন মিলে আমরা কুয়াকাটা ভ্রমণের জন্য একটি বাসে করে যাচ্ছিলঅম। মঙ্গলবার বেলা ২টার দিকে আমরা রওনা দেই। পরে রাতে ১১টার দিকে কুয়াকাটা-পদ্মাসেতু সড়কের পাশে একটি খাবারের হোটেলে রাতের খাবার খাই। এর পর আমরা সবাই বাসের মধ্যে অপেক্ষা করছিলাম।

তিনি আরও বলেন, এ সময় হাফিজুল রাস্তার অপরদিকের একটি তেলের পাম্পে টয়লেট শেষে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা তার মরদেহ নিয়ে আবার ফিরে এসেছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।