ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অহিদ মিয়া (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৭টার (স্থানীয় সময়) দিকে সৌদি আরবের মক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে।  

পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বাংলানিউজকে অহিদ মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় অনেক দিন ধরেই সৌদি আরবে রয়েছেন অহিদ মিয়া। তিনি মক্কা শহরে অবস্থিত সিজার নামে এক কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মতোই বুধবার (১৭ আগস্ট) সকালে সড়কে কাজ করতে ছিলেন অহিদ। সকাল পৌনে ৭টার (স্থানীয় সময়) দিকে কাজ করা অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এদিকে অহিদ মিয়ার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।  

অহিদ মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।  

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।