ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢামেকে নেওয়ার পর পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ঢামেকে নেওয়ার পর পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সিদ্দিক আহমেদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ

বুধবার  দিনগত রাতে মতিঝিল ডিবি পুলিশ সিদ্দিক আহম্মেদকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 

জানা যায়, সিদ্দিক আহম্মেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হিলা ৬নম্বর ওয়ার্ড, উলু চামারী গ্রামে।  

মতিঝিল বিভাগের ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, রমনা থানার মাদক মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হলে সেখানে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।