ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে এলেও নেভেনি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে এলেও নেভেনি 

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া কলেজ রোড কুমিল্লা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভানোর ঘোষণা আসেনি।  

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ছয়টি ইউনিট নিয়ে কাজ করে আগুন ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, টিনশেডের একটি কাগজের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত আগুন নির্বাপনের ঘোষণা আসেনি।  

তিনি আরও জানান, কাগজের ফ্যাক্টরি, তাই নির্বাপনের ঘোষণা দিতে একটু দেরি হবে। আগুনের সূত্রপাত তদন্তের পরে বলা যাবে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসেরর সদস্যরা কাজ করে দ্রুততার সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই পর্যন্ত কোনো হতাহত সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়:১১৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।