ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মো. শোকর আলী (৪০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শোকর আলী শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত শওকাত আলীর ছেলে।

নিহতের সহকর্মী নুরুজ্জামান জানান, নির্মাণাধীন বহুতল ভবনের চার তলার ব্যালকনির প্লাস্টারের কাজ করছিলেন শোকর আলী। এসময় ভবনের সামনের সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৪২০ ভোল্টের বৈদ্যুতিক লাইনের তার শোকর আলীর পিঠে জড়িয়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের ব্যালকনি রাস্তার ওপরে চলে এসেছে। ভবন অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে রাস্তার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শোকর আলীর মৃত্যু হয়েছে।

নির্মাণাধীন ভবনের মালিক ওমর আলী জানান, তার ভবন থেকে প্রায় তিন ফুট দূরত্বে রয়েছে বিদ্যুতের তার। শোকর আলী অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, নিহতের পরিবার মৃতদেহ বাড়িতে নিয়ে দাফনের কথা জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।