ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমিতে কাজ করার সময় বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারে কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জমিতে মাটিকাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর নুরনবী উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে।

উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, নুরনবী সকালে বাড়ির পাশে নিজেদের জমিতে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিল। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে টানা দেওয়া তারের সঙ্গে কোদাল লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।