ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলা বন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলা বন্দরে

বাগেরহাট: মেট্রোরেলের একাদশ চালানের আটটি বগি, চারটি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য পৌঁছেছে মোংলা বন্দরে।  

সোমবার (২২ আগস্ট) সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশি জাহাজ এম ভি হোসি ক্রাউন।

২৪ ঘণ্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ, চারটি ইঞ্জিন ও ৩৪ বক্স মেশিনারি পণ্য এসেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা এ তথ্য নিশ্চিত করে বলেন, খুব শিগগিরই এসব সরঞ্জাম খালাস শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।