ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১ জব্দ হেরোইন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ হারুন-অর-রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত
করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প।

 

আটক হারুন রাজশাহী জেলার রাজপাড়া থানার বসুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা রেলওয়ে ক্রসিং এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ হারুনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।