ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইয়াবাসহ গ্রেফতার যুবক, পুলিশের হাত ফসকে পালালেন অপরজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ইয়াবাসহ গ্রেফতার যুবক, পুলিশের হাত ফসকে পালালেন অপরজন গ্রেফতার যুবকের নাম সজিব ইসলাম

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের হাত ফসকে তার সঙ্গে থাকা অপর যুবক পালিয়ে গেছেন।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম সজিব ইসলাম। তিনি উপজেলার মহদীপুর গ্রামের মৃত আসিব আলীর ছেলে। পলাতক জীবন হোসেন একই উপজেলার কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়,  সজিবকে গ্রেফতারের সময় জীবন হোসেন নামের একজন পালিয়ে গেছেন। সজিবের কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সজিব জানিয়েছেন, ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে রাজশাহী নিয়ে আসছিল।

জানতে চাইলে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদ শেষে সজিব ও পলাতক জীবনকে আসামি করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনা অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২ 
এসএস/ ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।