ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে: খাদ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে: খাদ্যমন্ত্রী

ঢাকা: খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে, দেখবেন গম-চাল আসতে থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কম্পোর্টেবল আমদানির জন্য কম্পোর্টেবল পেমেন্টের জন্য যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।

কম্পোর্টেবল বিষয়টি কী আসলে- জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে। ’

চালের দাম হঠাৎ করে বেড়ে গেছে। কমবে কী না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কমতেছেতো।

গত সপ্তাহেতো বেড়ে গেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, গত সপ্তাহে যেটা বাড়িয়েছে, সেটা কমতেছে। তারপর ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরেতো কমবে, আমরা আশা করতেছি। ওএমএস'র বিতরণের ঘোষণা দেওয়ার পরই চালের দাম আস্তে-আস্তে কমছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।