ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ডাকাতি: ৪ ডাকাত ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ময়মনসিংহে ডাকাতি: ৪ ডাকাত ঢাকায় গ্রেফতার

ঢাকা: ময়মনসিংহে আলোচিত ডাকাতি মামলার পলাতক প্রধান আসামিসহ ডাকাত দলের ৪ সদস্যকে ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ, মুগদা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আরিফ (২৫), আজগর আলী (২০), মো. শাকিব (২০) ও মো. আব্দুল খালেক (৪৩)।

তাদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ১০ টি মোবাইলফোন ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বলেন, ময়মনসিংহে একটি ডাকাতি মামলার দুর্ধর্ষ ডাকাত দলের সদস্যরা ঢাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে তেলবাহী ট্রাক ও রঙিন লাইট ব্যবহার করে গাড়ির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।