ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে ইছামতি নদীতে অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
নবাবগঞ্জে ইছামতি নদীতে অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাট সংলগ্ন ইছামতি নদীতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।  

শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এর নির্দেশে দখলমুক্ত করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, হাগ্রাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাট সংলগ্ন ইছামতি নদীতে অবৈধভাবে বিনোদন কেন্দ্র নির্মাণ করছিলেন স্থানীয় আরিফুর রহমান খান। অবৈধভাবে নদী দখল করে কেউ স্থাপনা তৈরি করতে পারে না। শনিবার প্রশাসনের নজরে এলে তা ভেঙে ফেলা হয় এবং দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, অবৈধ দখলদার যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।