ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
লালপুরে বগি লাইনচ্যুত

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছুক্ষণ ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ ছিল।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলওয়ে জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়েছিল।  

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে কর্মরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।