ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ঢাকা: জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যরাসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতারা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সব শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে তিনি জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।