ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সুজন (১৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার চর রমিজ ইউনিয়নের চর রমিজ গ্রামের মো. সিরাজের ছেলে। রায়ের পরে তাকে কারাগারে পাঠানো হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন সুজন। মঙ্গলবার সুজন বিদ্যালয়ের কাছে গিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিদ্যালয়ের পিয়ন বিষয়টি দেখে স্থানীয়দের সহযোগিতায় সুজনকে আটক করেন। পরে পুলিশ এবং উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের কাছে তিনি দোষ স্বীকার করলে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআই

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।