ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু  ফাইল ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ভাই।

 

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে।  

মৃতারা হলেন- ওই উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের বাসিন্দা খোকন মিয়া ও ঝিলন মিয়া। আহত ভাইয়ের নাম জানা যায়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান তিন ভাই। মাছ ধরার একপর্যায়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই খোকন ও ঝিলনের মৃত্যু হয় এবং আহত হন আরেক ভাই। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসাধীন।  

সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুই ভাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়:১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।