ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শরণখোলায় অগ্নিকাণ্ড ৭ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
শরণখোলায় অগ্নিকাণ্ড ৭ দোকান পুড়ে ছাই

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার আগুন লেগে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়েন্দা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শরণখোলা ফায়ার সার্ভিস।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, মো. ওহিদুজ্জামান লিটনের ফার্নিচারের দোকান, মো. মোস্তফা হাওলাদারের ফার্নিচারের দোকান, মো. জাহাঙ্গীর শাহার হাসান গার্মেন্টস, মো. ওলিউল্লাহ হাওলাদারের পাখি হাউস, আব্দুল সালাম হাওলাদারের বিভিন্ন পন্যের তিনটি তিনটি গোডাউন।

ব্যবসায়ী ওলিউল্লাহ হাওলাদার বলেন, ফজরের নামাজ শেষে রাস্তায় বের হয়ে স্থানীয় কিছু লোক দোকানগুলোতে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে নেভাতে আমাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের দোকান মালিকদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশনের সাব অফিসার শেখ ফিরোজ আলী বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টা ২২ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।