ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

পাকিস্তানে বন্যার্তদের ত্রাণ কিনতে বাংলাদেশের দেড় কোটি টাকা বরাদ্দ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
পাকিস্তানে বন্যার্তদের ত্রাণ কিনতে বাংলাদেশের দেড় কোটি টাকা বরাদ্দ 

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর পাকিস্তানে বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এই বরাদ্দ দেওয়া হয়েছে।

 

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাইকেক, ১ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, পাঁচ হাজার পিস মশারি, দুই হাজার পিস কম্বল এবং দুই হাজার পিস তাঁবু।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২ 
এমআইএইচ / ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।