ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু রেল জাদুঘর এখন খুলনায়, দর্শনার্থীদের ভিড়

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
বঙ্গবন্ধু রেল জাদুঘর এখন খুলনায়, দর্শনার্থীদের ভিড় বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীরা

খুলনা: ভাষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণ-আন্দোলন, ৭০-এর নির্বাচন ও ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিব নগর সরকার, যুদ্ধকালীন দিন ও ১৬ ডিসেম্বরের বিজয়ের চিত্র প্রস্ফুটিত হয়েছে ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু রেল জাদুঘরের বগিতে।

শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত একটি যাত্রীবাহী বগিতে এ জাদুঘর স্থাপন করা হয়েছে।

এখানে ভিডিও কনটেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, জীবনকাল আর সংগ্রামী ইতিহাস। কোচের এক প্রান্তে রাখা একটি বড় এলইডি টেলিভিশন। এতে দেখানো হচ্ছ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে দেওয়া বঙ্গবন্ধুর বক্তব্য ও ঐতিহাসিক সাত মার্চের ভাষণ। জাদুঘরের ভেতরে কৃত্রিম ফুলের বাগান দর্শকদের আকৃষ্ট করছে সহজেই। আরও রয়েছে জাতির পিতার ব্যবহৃত পোশাক ও জিনিসপত্রের প্রতিকৃতি। রয়েছে বঙ্গবন্ধুর সমাধিস্থল, স্মৃতিসৌধ ও তার হাতে লেখা চিঠি। ভ্রাম্যমাণ এ জাদুঘরে একটি ডিসপ্লে রয়েছে, যেখানে বঙ্গবন্ধুর জীবনের নানা সময়ের ভিডিও চিত্র প্রদর্শন হচ্ছে।

খুলনা রেল স্টেশনে শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে জনসাধারণের জন্য বিনামূল্যে পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় শত শত দর্শনার্থীর ভিড় করছেন রেল জাদুঘরে।

কোচের একপাশের দেয়ালের ছয়টি ভাগে রাখা হয়েছে ‘কিংবদন্তির প্রথম প্রহর’, ‘ধ্রুবতারার প্রথম কিরণ’, ‘নক্ষত্র হওয়ার পথে’, ‘বাংলার মাটি ও ভাষার বঙ্গবন্ধু’, ‘ধূমকেতু থেকে নক্ষত্র’, ‘মুক্তির স্বপ্নের সূচনা’ শিরোনামে বঙ্গবন্ধুর জীবনচরিত। এখানে বঙ্গবন্ধুর শৈশব থেকে পর্যায়ক্রমে তার ছাত্রজীবন, রাজনীতিতে হাতেখড়ি এবং গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠার ইতিহাস তুলে ধরা হয়েছে।

ভ্রাম্যমাণ রেল জাদুঘরে রয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, অধিকার আদায়ের সংগ্রামে অবর্ণনীয় নির্যাতন, চুয়ান্নর যুক্তফ্রন্ট, মিথ্যা মামলা ও কারাভোগ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের ইতিহাস। আরেক পাশের দেয়ালে থাকা ছয় ভাগে রয়েছে, দুর্বার পথচলা, নিপীড়িতদের কান্ডারি, এক নতুন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, মুক্তি, সংগ্রাম ও স্বাধীনতার কথা, স্বপ্নগড়ার দিনগুলো, যে আলো নেভেনি আজও এমন শিরোনামে শিল্প প্রদর্শনী। এতে বাঙালি জাতির মুক্তির সনদ ‘৬৬ এর ঐতিহাসিক ছয় দফা, ‘৬৯ এর গণঅভ্যুত্থান ও জাতির গৌরবোজ্জ্বল একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কাঙ্খিত স্বাধীনতা অর্জনের প্রধান নায়ক হিসেবে বঙ্গবন্ধুর অবদান দর্শকদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। দেখার সঙ্গে সঙ্গে যেন দর্শকরা ভালোভাবে শুনতে পারছেন সে জন্য রাখা হয়েছে হেডফোনের ব্যবস্থা।

এ ছাড়া শিশুদের জন্য বঙ্গবন্ধুর রচিত বিভিন্ন শিশুতোষ বইও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত জাদুঘরটিতে। জয়বাংলা শ্লোগানের আদলে তৈরি করা একটি বুক শেলফ রয়েছে। সেখানে রয়েছে প্রায় একশ’ বই।

জাদুঘরটিতে ‘যাদু মনি’ সম্বোধন করে মেয়ে হাসুকে (শেখ হাসিনা) নিয়ে লেখা বঙ্গবন্ধুর চিঠিসহ মোট ছয়টি চিঠি রাখা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু রেল জাদুঘরে ঘুরতে আসা শেখ সোহেল খান ও এহসান আদি আরিফ বলেন, খুলনা স্টেশনে বঙ্গবন্ধু রেল জাদুঘর এসেছে শুনে বন্ধুরা মিলে দেখতে এসেছি। ভীষণ ভালো লেগেছে। নতুন অনেক কিছুই জেনেছি। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে ভূমিকা রাখবে ব্যতিক্রমী এই উদ্যোগ।

খুলনা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু রেল জাদুঘর খুলনায় আসার পর থেকে ভিড় লেগেই আছে। নানা বয়সের মানুষ আসছে তবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি।

খুলনা রেল স্টেশনের হেড টিএক্সআর মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার থেকে বঙ্গবন্ধু রেল জাদুঘর খুলনা রেলস্টেশনের ৬ নং প্লাটফর্মে এসে অবস্থান করছে। থাকবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে ১টা ও বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দুই দিনে গড়ে প্রতিদিন ৬০০-৭০০ লোক বঙ্গবন্ধু রেল জাদুঘর পরিতর্শনে এসেছে বলেও জানান তিনি।  

প্রান্তিক পর্যায়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনগাঁথা ছড়িয়ে দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘরের সূচনা করা হয়।

উল্লেখ্য, বুধবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধন করা হয়। গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাসে ১ আগস্ট থেকে যাত্রা শুরু হয়েছে এই জাদুঘরের। যা দেশের বিভিন্ন স্টেশনে ঘুরে বেড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।